
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় বেপরোয়া ড্রাম ট্রাকের চলাচলের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচী পালন করেছে যুব কল্যাণ পরিষদ। আজ বুধবার (৩০ জানুয়ারী) দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে দুপুর ২ টার সময় যুব কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করেন। গতকাল আল্লারদর্গা আশা সিনেমা হলের সামনে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। এরই প্রতিবাদে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন করে সংগঠনটি। আল্লারদর্গা যুব কল্যান পরিষদের সভাপতি কামরান আহমেদ এর উদ্যোগে উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, তিন দিনের মধ্যে ঘাতক ট্রাক চালককে আটক করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান এবং দিনের বেলায় চলাচল ড্রাম ট্রাক গুলো বন্ধের দাবিতে ভেড়ামারা থেকে দৌলতপুর উপজেলার সাথে চলাচলের একমাত্র সড়কটি ড্রাম ট্রাকের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কটি দিয়ে বেপরোয়া ভাবে চলছে ড্রাম ট্রাক গুলি। এতে করে স্থানীয় এলাকাবাসী ও চলাচলকারী যাত্রী সাধারন ঝুঁকিপূর্ণ মনে করছেন চলাচলে। যথাযথ ব্যবস্থা গ্রহন করে বিষয়টি লাঘবে দৃষ্টি আকর্ষন করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন আল্লারদর্গা যুব কল্যাণ পরিষদের সভাপতি কামরান আহমেদ সহ নয়ন, শেরশাহ্, ফয়সাল, সাহিন, মুন্না, সাকিল ও আল্লারদর্গা বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।