
স্টাফ রিপোটার:
গাইবান্ধার পলাশবাড়ি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীদের নিকট থেকে ফরম পূরণের অতিরিক্ত টাকা আদায়ের কারণে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত। জানা যায়, ৩০ জানুয়ারি পলাশবাড়ি সরকারি কলেজে ২০১৭-২০১৮ সেশনের ১ম বর্ষের ডিগ্রি পাশ সার্টিফিকেট পরীক্ষার ফরম পূরণে পরীক্ষার ফি ৮০০ টাকা, কেন্দ্র ফি ৪৫০ টাকা, ব্যবস্থাপনা ও যোগাযোগ ফি ১০০ টাকা, অধিভুক্তি ফি ১০০ টাকা, নির্বাচনী পরীক্ষার ফি ৩৫০ টাকা, ছাত্র সংসদ ফি ২৫ টাকা, বেতন ৩০০ টাকা, দরিদ্র তহবিল ফি ২০ টাকা, রোভার ফি ৪০ টাকা, বিএনসিসি ফি ৪০ টাকা, ক্রীড়া তহবিল ফি ৯০ টাকা, ধর্মীয় ফি ৩০ টাকা, সাহিত্য ও সংস্কৃতি ফি ৫০ টাকা, লাইব্রেরি ফি ২৫ টাকা, অত্যাবশ্যকীয় কর্মচারি ফি ৫০০ টাকা, বিবিধ ১০০ টাকা, অনলাইন চার্জ ২০ টাকা, ইনকোর্স ফি ২০০ টাকা, মসজিদ ফি ৫০ টাকা করে মোট ৩২৯০ টাকা করে প্রতি পরীক্ষার্থীদের নিকট থেকে আদায় করা হচ্ছে। এ ব্যাপারে ৩০ জানুয়ারি বুধবার দুপুরে কলেজ প্রাঙ্গণে ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা এক মানববন্ধন করে প্রতিবাদ জানান। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার্থী মমিনুল ইসলাম নিশান ও শিখা আকতার। এ ব্যাপারে অধ্যক্ষ আব্দুস সামাদ-কে জিজ্ঞাসা করলে তিনি জানান, আমি নিয়ম অনুযায়ী ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষার্থীদের নিকট থেকে ৩২৯০ টাকা আদায় করছি। আমার কলেজের অনেক খরচ, এসব তো আর সরকার দেয় না, যা কলেজ থেকেই বহন করতে হয়। শিক্ষার্থীদের অভিযোগ, মসজিদে আযানের জন্য মাইক নেই, কোন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না, বিভিন্ন জাতীয় দিবস সঠিক ভাবে পালন করা হয় না, লাইব্রেরি আছে সেখানে বই নেই, নিয়মিত ক্লাশ হয় না, কলেজের ল্যাট্রিন ও বাথরুম নোংরা, মাস্টার রোলের লোকেরা ঠিকমত কলেজে আসেনা, প্রফেসরেরা নিয়মিত কলেজে আসে না। শিক্ষার্থীদের এমন অভিযোগ অধ্যক্ষকে বললে তিনি কোন সদোত্তর দিতে পারে নাই।