
ছাত্রী যৌন হয়রানিকারি গাইবান্ধা সরকারি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অমিত পার্থকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কলেজ শাখার উদ্যোগে সোমবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বাংলা বিভাগের সামনে এক সমাবেশে মিলিত হয়।
সংগঠনের কলেজ শাখার সভাপতি মাহবুব আলম মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, দপ্তর সম্পাদক বন্ধন কুমার, শিপন মিয়া প্রমুখ। বক্তারা ছাত্রী যৌন হয়রানিকারি ওই শিক্ষক অমিত পার্থকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।