
কোচিং বাণিজ্য বন্ধ নিয়ে রিটের রায় ৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন হাইকোর্ট। রোববার সকালে এই মামলার অ্যামিকাস কিউরি অ্যাডভোকেট ফিদা এম কামালের বক্তব্য শেষে রায়ের এ দিন ধার্য করেন।
শুনানিতে আদালত বলেন, ক্লাস রুমে শিক্ষকদের পড়ানোর ব্যর্থতার কারণেই কোচিং বাণিজ্য হচ্ছে। কোচিং বাণিজ্যকে নতুন ধরনের অপরাধ হিসেবেও উল্লেখ করেন আদালত। শুধুমাত্র নীতিমালা করে কোচিং বাণিজ্য বন্ধ করা যায় কিনা এবং কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা যায় কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে শুনানিতে।