1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
হাসপাতালের বেড থেকেই লাইভে সংবাদ: পেশার প্রতি দায়িত্ববোধে আলোচনায় সাংবাদিক রবিউল ইসলাম স্বচ্ছতা, সেবা ও সততার প্রতীক হতে চাই – এটিএম আজহারুল ইসলাম রংপুরে আট দিনব্যাপী বইমেলা শুরু গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবে ইইউ সংসদ নির্বাচনে ইসি থেকে রিটার্নিং অফিসার নিয়োগের দাবি বিএনপির শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনী ও পুলিশের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে ওয়াজ মাহফিল আয়োজন নিয়ে আলোচনা: ব্যয় সাশ্রয় ও যৌথ আয়োজনের দাবি সচেতন মহলের পলাশবাড়ীতে বিএনপির নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত গাইবান্ধায় নবাগত ডিসি মাসুদুর রহমান মোল্লা’র যোগদান গোবিন্দগঞ্জে নির্যাতিত ও ত্যাগী নেতাদের মাঝে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে বিক্ষোভ

খুলনার আশা শেষ করে দিয়ে সিলেটের চতুর্থ জয়

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ জানুয়ারি, ২০১৯
  • ২৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ষষ্ঠ আসরের ৩১তম ম্যাচে খুলনা টাইটান্সকে ৫৮ রানে হারিয়েছে সিলেট সিক্সার্স। এবারের আসরে ১০ম ম্যাচে চতুর্থ জয়ের স্বাদ নিলো সিলেট। ফলে ৮ পয়েন্ট সংগ্রহে নিয়ে পরের রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখলো সিলেট। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ৮ হারে ৪ পয়েন্ট সংগ্রহে আছে খুলনার। এই হারে এবারের আসরে পরের রাউন্ডে খেলার আশা শেষ হয়ে গেল খুলনার।
জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিলেট সিক্সার্স। ব্যাট হাতে দলকে দারুন সুচনা এনে দেন দলের দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। ৭ দশমিক ১ ওভারে দলীয় ৭১ ও ব্যাক্তিগত ৩৪ রানে আউট হন লিটন দাস। তাইজুল ইসলামের বলে ডেভিড উইসের কচ বিহাইন্ড হওয়ার আগে ২২ বলের ইনিংসে তিনটি চার ও দুইটি ছক্কা হাকান লিটন।
এরপর তিন নম্বরে জেসন রয় মাত্র ১ রানে আউট হলেও এক প্রান্তে অবিচল ছিলেন অপর ওপেনার আফিফ হোসেন। কিন্তু দুর্ভাগ্য আফিফের হাফ সেঞ্চুরির কাছে গিয়েও মাত্র এক রান দূরে থাকতে তাইজুলের তৃতীয় শিকারে পরিণত হতে হয় তাকে। ৩৭ বলে পাঁচটি চার ও দুইটি ছক্কায় ৪৯ রানে ফিরে যেতে হয় আফিফকে।
তবে দলের রানের চাকা সচল রেখেছেন সাব্বির রহমান। পাঁচ নম্বরে ব্যাট নেমে ২৯ বলে চারটি বাউন্ডারি ও দুইটি ওভার বাউন্ডারিতে শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত থাকেন সাব্বির। এ ছাড়া শেষ দিকে নিকোলাস পুরানের ১০ বলে এবং পাকিস্তানী মোহাম্মদ নওয়াজেন অপরাজিত ৩৯ রানে বড় সংগ্রহ পায় সিলেট। ২১ বলে তিন চার এবং ২ ছক্কার একটি ঝড়ো ইনিংস খেলেন নওয়াজ। খুলনার তাইজুল ইসলাম ৩০ রানে ৩ উইকেট শিকার করেন।
জয়ের জন্য ১৯৬ রানের বড় টার্গেট স্পর্শ করতে মারমুখী মেজাজে শুরু করেছিলেন খুলনার ওপেনার জুনায়েদ সিদ্দিকি। ৪টি বাউন্ডারি দিয়ে শুরু করেও ১১ বলে ২০ রান করে তাসকিন আহমেদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।
আরেক ওপেনার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর রানের চাকা সচল রেখেও বেশি দূর যেতে পারেননি। ২৩ বলে ৩৪ রানে আউট হন টেইলর। ৩টি চার ও ১টি ছক্কা হাকিয়ে নিজের স্কোর আরো বড় করতে থাকা টেইলর শিকার হন নাবিল সামাদের।
দুই ওপেনার ভালো শুরু করে ফিরলেও খুলনার পরের দিকের ব্যাটসম্যানরা যাওয়ার আসার মধ্যেই ছিলেন। আল আমিন ১৬, নাজমুল হোসেন শান্ত ৩, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১১, ডেভিড উইসে ৫ ও ইয়াসির শাহ ৮ রান করে ফিরেন। এরমাঝে কিছুটা লড়াই করার চেষ্টা করেন আরিফুল হক। তবে ২১ বলে ২৪ রান করে নাবিলের দ্বিতয়ি শিকার হন তিনি।
১২৫ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে খুলনা। শেষ পর্যন্ত ১৩৭ রানে গুটিয়ে যায় খুলনা। সিলেটের স্পিনার নাবিল সামাদ ২০ রানে ৩ উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
সিলেট সিক্সার্স : ১৯৫/৪, ২০ ওভার (আফিফ ৪৯, সাব্বির ৪৪*, নওয়াজ ৩৯*: তাইজুল ৩/৩০)।
খুলনা টাইটন্স : ১৩৭/১০, ১৮.১ ওভার (টেইলর ৩৪, আরিফুল ২৪, নাবিল ৩/২০)।
ফল : সিলেট সিক্সার্স রানে ৫৮ জয়ী।
ম্যাচ সেরা : মোহাম্মদ নওয়াজ(সিলেট সিক্সার্স)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft