
মোঃ মোস্তফা মিয়া, পীরগঞ্জ, রংপুর।
————————————————–
রংপুরের পীরগন্ঞ্জ জাপা চেয়ারম্যান এরশাদের সু-স্বাস্থ্য,দীর্ঘায়ু কামনা করে আলোচনা,মিলাদ ও দোওয়া অনুষ্ঠিত হয়। গতকাল ২৪শে জানুয়ারী, বাদ আছর স্থানীয় দলীয় কার্যালয় এরশাদ ভবনে,উপজেলা স্বেচ্ছাসেবক পার্টি আয়োজনে এক আলোচনা সভা,মিলাদ মাহফিল,ও বিশেষ দোওয়ার অনুষ্টান। পার্টির চেয়ারম্যান,পল্লীবন্ধু, ৯বছরের সাবেক সফল রাষ্ট্রপতি,চিকিৎসাধীন আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের সু-স্বাস্থ্য,দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও দোওয়া অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক,পৌর কাউন্সিলর,আলমগীর হোসেন সরকার,জাপা নেতা,আবেদল আলী সরকার,আলহাজ্ নজরুল ইসলাম তালুকদার,আতাউর রহমান পিন্টু,শিহাবুর রহমান সরকার,স্বেচ্ছাসেবক পার্টির হায়দার আলী,ইলিয়াছ, যুব সংহতির শফিকুল ইসলাম শফি,কামরুল ইসলাম মিলন,মেরাজুল ইসলাম,আসাদুজ্জামান সবুজ, ফিরোজ, কৃষক পার্টির লতিফ,শুকরা, প্রতিটি অংঙ্গসংগঠনের নেতাকর্মীসহ ইউনিয়নের জাপা নেতাকর্মীবৃন্দু। দোওয়া শেষে তবারকের ব্যবস্থ্যাও করা হয়েছে।।