
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বয়কটের মাধ্যমে বিএনপি আত্মঘাতী ও সর্বনাশা পথ বেছে নিচ্ছে। এতে বিএনপিও মুসলিম লীগের পরিণতির দিকে যাচ্ছে। তাই বিএনপির নির্বাচন বয়কটের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও উপজেলা নির্বাচনে বিএনপির না যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার দরকার ।
আজ শুক্রবার সকালে গাজীপুরে নির্মাণাধীন ফ্লাইওভার পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।