
এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ইকো সোস্যাল ডেভেলপমেন্ট (ইএসডিও)’র বাস্তবায়নে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাধ্যমে শান্তিরাম ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে কমিউনিউটি সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ মিয়া, ইউপি সবিচ খায়রুল ইসলাম। ইএসডিও’র পক্ষে উপজেলা সমন্বয়কারি শাহ্ মোঃ মুয়াযযেম বিল্লাহ্, সাংবাদিক আনিসুর রহমান আগুন প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, পুরোহিত, এলাকার মান্যগণ্য ব্যক্তি ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দসহ আরো অনেকে।