
বিপিএলের ২১তম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার রংপুর ৪ উইকেটে হারিয়ে দিয়েছে ডেভিড ওয়ার্নারের সিলেটকে। শেষ ওভারে জয় তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন রাইডার্সরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের দলপতি মাশরাফি। সিলেটের ওপেনিংয়ে নামেন লিটন দাস এবং সাব্বির রহমান। শুরুতেই ঝড় তোলার আভাস দেন লিটন। তবে, মাশরাফির ডেলিভারিতে ফরহাদ রেজার হাতে ক্যাচ দেওয়ার আগে করেন ৮ বলে এক চার, এক ছক্কায় ১১ রান। আরেক পাশে তখনো নির্জিব ছিলেন সাব্বির। এই বিপিএলে আগের ম্যাচগুলোতে একের পর এক ব্যর্থতায় খোলসের ভেতর ছিলেন।
রংপুর দলপতি মাশরাফি ৪ ওভারে ৩১ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। নাজমুল অপু ২ ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি। ফরহাদ রেজা ৩ ওভারে ৩৫, নাহিদুল ইসলাম ২ ওভারে ১৬, সোহাগ গাজী ২ ওভারে ১৬, ক্রিস গেইল ৩ ওভারে ৩৪ রান খরচ করেও উইকেটশূন্য থাকেন। পেসার শফিউল ইসলাম ৪ ওভারে ৪৩ রানে নেন একটি উইকেট।
বিপিএল ষষ্ঠ আসরের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে র্যাবিটহোলবিডি। এছাড়া ইউটিউবে র্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট চ্যানেল, র্যাবিটহোল অ্যাপ এবং ওয়েবসাইট র্যাবিটহোল প্রাইমে ইংরেজিতে ধারাভাষ্য শোনা গেলেও র্যাবিটহোলবিডি স্পোর্টস চ্যানেলে চলছে বাংলা ভাষায় ধারাভাষ্য।
১৯৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে আবারো ব্যর্থ রংপুরের ক্যারিবীয়ান তারকা ওপেনার ক্রিস গেইল। কোনো রান না করেই প্রথম ওভারে বিদায় নেন তিনি। আরেক ওপেনার অ্যালেক্স হেলস ২৪ বলে দুটি করে চার ও ছয়ে করেন ৩৩ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা রিলে রুশো ৩৯ বলে ৯টি বাউন্ডারি আর দুটি ওভার বাউন্ডারিতে করেন ইনিংস সর্বোচ্চ ৬১ রান। বিপিএলে অভিষিক্ত ডি ভিলিয়ার্স ২১ বলে দুটি চার আর দুটি ছক্কায় করেন ৩৪ রান।
মাঝে উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ১০ বলে ১৪ রান করে বিদায় নেন। ১৬ বলে তিনটি বাউন্ডারিতে ১৯ রান করে ফেরেন নাহিদুল ইসলাম। ১৯তম ওভারে মেহেদী হাসান রানার ওভারে ১৯ রান তুলে নেন মাশরাফি-ফরহাদ রেজা। শেষ ওভারে ৫ রান দরকার হলে প্রথম তিন বলেই জয় তুলে নেয় রংপুর। মাশরাফি ৩ বলে ৫ আর ফরহাদ ৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন।
সিলেটের পেসার তাসকিন ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে ৪২ রান খরচায় তিনি তুলে নেন সর্বোচ্চ চারটি উইকেট। এছাড়া ৪ ওভারে ৩৪ রান দিয়ে একটি উইকেট নেন পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান। ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেট শূন্য থাকেন নেপালি স্পিনার সন্দীপ লামিচান। মেহেদি হাসান রানা ৪ ওভারে ৫৭ রান দিয়ে কোনো উইকেট পাননি। ৩.৩ ওভারে ৩৪ রান দিয়ে অলোক কাপালি একটি উইকেট পান।