
দৌলতপুর প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে শেখ ফজিলাতুন্নেছা সরকারী মহিলা কলেজ সংলগ্ন এ বি সি ইট ভাটায় কাজ করার সময় কাদা তৈরী ম্যাশিনে লুঙ্গি জড়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে।
শনিবার (১৯জানুয়ারী) দুপুর ১ টার দিকে দৌলতপুরে শেখ ফজিলাতুন্নেছা সরকারী মহিলা কলেজ সংলগ্ন এ বি সি ইট ভাটায় কাজ করার সময় পচা মাদিয়া গ্রামের মাধব আলীর ছেলে ছামেদ আলী (৬০) কাদা তৈরী ম্যাশিনে ফিতায় পরনের লুঙ্গি জড়ে গুরুতর আহত হয়েছে।
এ ঘটনায় সঙ্গে থাকা ভাটা শ্রমিকরা আহত ছামেদ আলীকে প্রথমে দৌলতপুর হাসপাতালে ভর্তি করেন, কর্তব্যরত চিকিৎসক দেখেন আহত ছামেদ আলীর নি¤œাঙ্গের অন্ডকোষের ২টা বিচি যথাস্থানে নেই, পরে ঐ চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন ।
এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোঃ আজগর আলীর নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে বলেন এখন পর্যন্ত আমাদের কাছে কোন অভিযোগ আসেনি।