
গাইবান্ধা জেলা বার এসোসিয়েশনের উদ্যোগে প্রকাশিত ‘বহতা’ নামে স্মরণিকার মোড়ক উন্মোচন উপলক্ষে ১৭ জানুয়ারী বৃহস্পতিবার বার ভবনের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ শামস উল আলম হিরু এই স্মরণিকার মোড়ক উন্মোচন করেন।
জেলা বার এসোসিয়েশনের সহ-সভাপতি নিরঞ্জন কুমার ঘোষের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিকুর রহমান, জাহাঙ্গীর আলম জিন্নাহ, সিদ্দিক হোসেন সেলিম, সুলতান আলী মন্ডল, জেলা বারের সাধারণ সম্পাদক আহসানুল করিম লাছু, যুগ্ম-সাধারণ সম্পাদক জিএসএম আলমগীর, আবুল কাশেম, শাহনেওয়াজ খান প্রমুখ।
স্মরণিকাটি অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। এতে অনেক প্রয়াত ও প্রখ্যাত প্রবীণ আইনজীবীর ছবি ও তথ্য সংযুক্ত হয়েছে।