
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল ও এসআই সিদ্দিক এর নেতৃত্বে উপহেলার কামারদহ ইউপির বকচর এলাকা হতে একাধিক মাদক মামলার আসামি মাদক ব্যবসায়ি খোকা মিয়া (৪৫) কে ২৫০ পিস ইয়াবা সহ আজ ১৬ জানুযারী বুধবার রাত্রি অনুমানিক ৮ টা ৪৫ মিনিটের সময় আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি খোকা মিয়া (৪৫) গোবিন্দগঞ্জ উপজেলার বকচর গ্রামের মৃত ফজল হক ছেলে।
এখবর নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান,উদ্ধারকৃত ইয়াবা মূল্য ৭৫ হাজার টাকা।ধৃত আসামির বিরুদ্ধে আদালতে ৩ টি মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।