
নীলফামারীর ডিমলা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)এর গুলিতে খলিল (৩৫) নামে দুই সন্তানের জনক এক বাংলাদেশি নিহত হয়েছেন।
এ ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) নিহতের লাশ পরিবারের কাছে মঙ্গলবার সন্ধ্যাতেও হস্তান্তর করেননি।
জানা যায়, মঙ্গলবার ভোরে খলিল অবৈধ ভাবে উপজেলার বালাপাড়া সীমান্তের-৭৯১ নম্বর মুল পিলারের ভেতরে প্রবেশ করায় বিএসএফের ভুজারীপাড়া ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করলে এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে তার লাশ নিয়ে যায় বিএসএফ।
তবে এলাকাবাসী সুত্রে জানা গেছে, নিহত খলিল ভারতের করিডোর দিয়ে অবৈধ গরু পাচারের সাথে জড়িত ছিলো।
বাংলাদেশ বর্ডার গার্ড রংপুর-৫১ সেক্টরের দায়িত্বে বালাপাড়া কোম্পানি কমান্ডার সুবেদার মোবারক ইসলাম-নিহত খলিল চোরাকারবারি কি-না সে বিষয়ে কিছুই জানােত পারেনি। তবে নিহতের লাশ ফেরত চেয়ে বিএসএফ ক্যাম্পে চিঠি দেয়া হয়েছে বলে জানান তিনি।
পশ্চিম ছাতনাই ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার খলিলের নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ফেরত দিতে চেয়েছেন বিএসএফ,তবে এখনো তা দেয়নি।
ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত খলিলের নামে ডিমলা থানায় কোনো মামলা নেই। তার পরিবার সুত্রে জানা গেছে তিনি একজন রাইস মিল ব্যবসায়ী ছিলেন।