
খবরবাড়ি ডেস্কঃ “সেবা মাস সবার তরে সহযোগিতা বছর ধরে” শীর্ষক স্লোগান নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড গাইবান্ধার পলাশবাড়ী শাখার সেবা মাসের কার্যক্রম শুরু হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার সকালে পলাশবাড়ী শাখা ব্যবস্থাপক মোঃ হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান। এসময় ব্যাংকের দ্বিতীয় অফিসার মোঃ ফখরুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা হাট-বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম আজম, ব্যবসায়ী মোতাহার হোসেন, সায়েমুল আমিন, মমিনুল ইসলাম রিপন, মুনসুর আলী, আতিয়ার রহমান ও আল আমিন উপস্থিত ছিলেন। “সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে আমাদের প্রয়াস অব্যাহত” থাকার পাশাপাশি ২মে থেকে ৩১মে পর্যন্ত সেবা মাস পালন হিসেবে ব্যাংক কর্তৃপক্ষ তৃণমূল পর্যায়ে গ্রাহকদের কাছে ব্যাংকের সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করছেন।