
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা তালুককানুপুর ইউনিয়নের বেড়া মালঞ্চা গ্রামে বাসুদেবপুর হতে বেড়ামালঞ্চা মাঠ পর্যন্ত রাস্তায় অবৈধভাবে দীর্ঘদিন ধরে ৪ শতাধিক গাছের কথা বলে প্রায় ১৬ শত ইউক্লিপটার্স গাছ কর্তন করেছে একটি চক্র।
স্থানীয় সুত্রে জানা যায়,গাছ রোপনকারী সমিতির সভাপতি সবুজ ও ইউপি সদস্য শাহারুল ইসলাম বকুলের নেতৃত্বে বকুলের ছোট ভাই শফি নিজে থেকে আবারো নতুন করে গতকাল ১২ জানুয়ারী ১০ টির অধিক গাছ অবৈধ ভাবে কর্তন করে। গোবিন্দগঞ্জ থানা গাছ কর্তনের সময় ৩ জন কে আটক করে থানা নিয়ে যায়।
এবিষয়ে ইউপি চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি। পরে ইউপি সচিব জানান,আগেই অনুমোদিত গাছ সমূহ কর্তন করা হয়েছে। নতুন করে কোন গাছ কর্তন করা হলে গাছ কর্তনকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করবে পরিষদ।
ঘটনাটি ধামাচাপা দিতে একটি বিশেষ মহল তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউপি সদস্য শাহারুল ইসলাম বকুল ও গাছ রোপনকারী সমিতির সভাপতি সবুজ।
গাছ রোপনকারী সবুজ জানান,গাছ কর্তনের বৈধ অনুমতি রয়েছে আমার নিকট অনুমতির কাগজ পত্রাদি আছে আপনাদের দেখানো হবে বলে তিনি আর গাছের নিকট আসেনি।
এ বিষয়ে নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একে এম মেহেদী হাসান জানান, অভিযোগের ভিক্তিতে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।