
খেলাধুলা মানুষের শারীরিক ও মানষিক বিকাশে সহায়তা করে।লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই।মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে আগামী প্রজন্ম কে বাচাতে বেশি বেশি লেখাধুলা করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
১২ জানুয়ারী শনিবার গাইবান্ধায় মাদ্রাসা, কারিগরি শিক্ষার্থীদের ৪৮ তম শীতকালীন খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
পুরস্কার বিতরণ শেষে জেলা প্রশাসক আবদুল মতিন মিয়া প্রবীণ হিতৈষি সংঘের সদস্য ও অবসরপ্রাপ্ত অসহায় কামচারীদের মাঝে( শীতবস্ত্র)কম্বল বিতরণ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্দিকুর রহমান, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা,জেলা পুলিশের কর্মকর্তারাসহ নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।