
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের সতিরজান গ্রামে আতোয়ার রহমানের স্ত্রী আনোয়ারা বেগমের লাশ তার বাড়ীর বাহির উঠান থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তার স্বামীকে গ্রেফতার করেছে ।
জানা গেছে গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক ১০ টার সময় আতোয়ার বিছানায় তার স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ীর বাহির উঠানে তার লাশ দেখতে পায়।
থানায় খবর দিলে আজ সোমবার সকালে পুলিশ ঘটনা স্থল থেকে আনোয়ারার লাশ উদ্ধার করে ও ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে স্বামী আতোয়ারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনর্চাজ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা হয়েছে।