
ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের বিচারপতি ক্রিস্টিয়ান জেরপা দেশ ছেড়ে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। ক্রিস্টিয়ান জেরপা একসময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুগত ছিলেন। জেরপা বলছেন, গত বছর যে নির্বাচনে মাদুরো জয়ী হয়েছেন তা ‘অবাধ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ’ হয়নি। এর প্রতিবাদেই তিনি দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে এসেছেন।
বিরোধী দলগুলোর বয়কটের মধ্যে হওয়া ওই নির্বাচনে জয়ী মাদুরো চলতি সপ্তাহেই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসছেন। ভেনেজুয়েলার এ সমাজতান্ত্রিক ঘরানার প্রেসিডেন্ট পদ্ধতিগতভাবে সুপ্রিম কোর্টকে নিজের কার্যসিদ্ধিতে ব্যবহার করছেন বলেও জেরপার অভিযোগ। রবিবার ফ্লোরিডার ইভিটিভি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট হচ্ছে ‘নির্বাহী বিভাগের লেজুড়’। কিছু কিছু মামলার রায় কী হবে, প্রেসিডেন্টই তা ঠিক করে বিচারকদের জানিয়ে দেন। পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে চলে আসার পরিকল্পনার কারণেই ২০১৮ সালের নির্বাচন নিয়ে জনসম্মুখে প্রতিবাদ জানাননি বলেও দাবি জেরপার। জেরপা যে দেশ ছেড়ে পালিয়েছেন, সেই তথ্যের সত্যতা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। তবে বিবৃতিতে ক্রিস্টিয়ান জেরপাকে সাবেক বিচারপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। ২০১৬ সালের নির্বাচনে মাদুরোবিরোধীরা অভাবিত জয় পেলে ভেনেজুয়েলার কংগ্রেস সোশালিস্ট পার্টির হাতছাড়া হয়ে যায়। জেরপা সে সময় প্রেসিডেন্টের হয়ে কংগ্রেসের ক্ষমতা খর্বের পক্ষে মত দিয়েছিলেন। গত বছরের নির্বাচনে বিজয়ী মাদুরো বৃহস্পতিবার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন। ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত ওই ভোটের প্রতিবাদে ১৪টি দেশ কারাকাস থেকে তাদের রাষ্ট্রদূতদের ফিরিয়ে এনেছিল; যুক্তরাষ্ট্র দেশটির ওপর দিয়েছিল নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ভয়াবহ মূল্যস্ফীতি ও খাদ্য সংকটের কারণে গত কয়েক বছরে লাখ লাখ নাগরিক ভেনেজুয়েলা ছেড়ে পালিয়ে গেছে।