
নেত্রকোনায় বাসের ধাক্কায় তানিয়া আকতার নামে এক অটোরিকশা যাত্রী ও তার ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তানিয়ার মেয়েও।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার রকিগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তানিয়া আকতার (৩৫) ও তার ছেলে মোমেন (১২)। তাদের বাড়ি নেত্রকোনার আটপাড়া এলাকায়।
আহত হাবিবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মা ও ছেলের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।