
ফরিদপুরের বোয়ালমারীতে বাসের চাপায় দুই মোটরসাইকেলের আরোহী মারা গেছে। ঘটনাটি ঘটেছে, আজ বৃহস্পতিবার বিকেলে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার বাইখির নামক স্থানে।
এঘটনায় মোটরসাইকেলর চাচা-ভাতিজা মারা গেছে। পুলিশ বাসটিকে আটক করলেও চালক ও সহকারীরা পালিয়ে যায়।
এলাকাবাসী জানায়, চতুল ইউনিয়নের বাইখির চৌরাস্তার আগের মোড়ে বোয়ালমারীগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরিতমুখী ভাটিয়াপাড়াগামী যাত্রীবাহী মালঞ্চ পরিবহনের (ঢাকা মেট্রো ১৪-৩৭৫২) একটি লোকাল বাসের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক বাইাখির মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র সোহেল মোল্লা (১৮) ও চাচা আকুব্বর মোল্লা (৩৫) নিহত হয়। সোহেলের বাবা মুদী ব্যবসায়ী কাশেম মোল্লা আহত হয়। আহত কাশেম মোল্যাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তনু ভট্টাচার্য চাচা-ভাতিজার মৃত্যু নিশ্চিত করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।