
গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণপুরে ডিবি পুলিশের অভিযানে ৭ জুয়ারু আটক হয়েছে ।
আজ ৩ জানুয়ারী বৃহস্পতিবার রাত্রী আনুমানিক ১ টা ৪০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা জেলা সদর থানাধীন বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুর এলাকা হইতে অভিযান চালিয়ে ৭ জন জুয়ারু জুয়া খেলা অবস্থায় হাতে নাতে আটক করেছে । আটককৃত জুয়ারুরা হলো গাইবান্ধা সদর উপজেলার রাধাকৃষ্ণ পুর গ্রামের নইজলের ছেলে ১। সাদেকুল ইসলাম (৩২) ,গোলাম আমিনের ছেলে ২। পদ্ম (৩৫) ,জাবেদ আলীর ছেলে ৩। রাজা মিয়া (৩৩), সিদ্দিক মিয়ার ছেলে ৪। মোকাব্বর (৩০) ,মৃত আবু হোসেনের ছেলে ৫। সফিকুল ইসলাম (৩৮) ,নজরুল ইসলামের ছেলে ৬। সুমন মিয়া (২৮) ,যশোর জেলার ঝিকরগাছা থানার রঘুনাথপুর গ্রামের খলিলুরের ছেলে ৭। জসীম উদ্দিন (২৮) কে জুয়া খেলারত অবস্থায় আটক করে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান, আটককৃত জুয়ারীদের কে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত অর্থদন্ড প্রদান করেন।