
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাইবান্ধা জেলা ট্রাক,ট্র্যাংকলড়ি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি-রাজ-২৮৭৬) উদ্যোগে দূর্ঘটনায় আহতদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন।
গত কাল সোমবার বিকালে গোবিন্দগঞ্জস্থ গাইবান্ধা জেলা ট্রাক,ট্র্যাংকলড়ি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সড়ক দুর্ঘটনায় আহত ৩ জন শ্রমিক ও শ্রমিকের কন্যা সম্প্রদানের জন্য অনুদান প্রদান কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আফজাল হোসেন,সহ-সভাপতি হেলাল উদ্দিন মন্ডল,সাধারন সম্পাদক শ্রী স্বাধীন কুমার দাস,সহ-সম্পাদক আলহাজ মহাতাব উদ্দিন ,চালক সমিতির সাঃ সম্পাদক শামিম সরকার ,জাফুরুল ইসলাম,সড়ক সম্পাদক ,কার্যকরী সদস্য কাল্টু শেখ প্রমুখ।
অনুষ্ঠানে আহত শ্রমিক ফরহাদ হোসেন ,হাসিনুল ইসলাম ,জাকিরুল ইসলাম ও ছিদ্দিকের কন্যার বিবাহের খরচ হিসেবে তিন হাজার টাকা ও আহতদের প্রত্যকে দুই হাজার করে টাকা প্রদান করেছেন।