
নির্বাচনের আগের রাতে এবং নির্বাচনের দিন দিনভর সারাদেশে ভোট ডাকাতির নির্বাচন বাতিল করে ত্বত্তাবধায়ক সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবীতে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার মুখে কালো কাপড় বেঁধে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে অবস্থান করে প্রতিবাদ জানানো হয়।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে জেলা বাম গণতান্ত্রিক জোট এই আয়োজন করে। কর্মসূচি শেষে বাম জোটের সমন্বয়ক বাসদ নেতা আহসানুল হাবীব সাঈদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাম গণতান্ত্রিক জোটের মনোনীত গাইবান্ধা ২ আসনের কাস্তে প্রতিকের প্রার্থী মিহির ঘোষ সাংবাদিকদের জানান, নজিরবিহীন ভোট ডাকাতির এই নির্বাচনে আমরা স্তম্ভিত। দেশব্যাপী মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে এই কর্মসূচী পালন করা হলো। আমরা নির্বাচনের আগেই তদারকি সরকারের মাধ্যমে নির্বাচন করার দাবি জানিয়েছিলাম। আমাদের দাবি যে কতটা যৌক্তিক ছিল ৩০ ডিসেম্বরের নির্বাচনে তা প্রমান হয়েছে। আমরা মনে করি এই সরকারের অধীনে আর কেনো নির্বাচন সম্ভব নয়। অবিলন্বে এই নির্বাচন বাতিল করে তদারকি সরকার গঠন করে পুনঃ নির্বাচন দাবি করছি।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, বাসদ মার্কসবাদী নেতা মঞ্জুরুল আলম মিঠু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমূখ।