
ফেনীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহত দুজন মাদক ব্যবসায়ী ছিলেন।
র্যাব-৭ এর ফেনীর ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম বলেন, ফেনী সদর উপজেলার ধর্মপুর সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক নিয়ে একটি চক্র লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিল- এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক একটি কাভার্ডভ্যান ধাওয়া করে র্যাব।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলি ও ২৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। নিহত দুইজনের বাড়ি মাদারীপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।