
গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগ দলীয় নৌকা মার্কার প্রার্থী বর্তমান এমপি ডা. ইউনুস আলী সরকার বলেছেন – নির্বাচনের মাঠে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। নৌকার বিজয় সুনিশ্চিত জেনে একটি মহল এখন ষড়যন্ত্রে লিপ্ত। তারা নৌকা মার্কার বিজয়কে ঠেকাতে তাঁর বিরুদ্ধে নানা ধরণের অপ্রচার চালাচ্ছে। কিন্তু কোন চক্রান্তই সফল হবে না। আগামী ২৭ জানুয়ারি ওই আসনের নির্বাচনে নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে।
তিনি আজ মঙ্গলবার বিকেলে ডিসি অফিসের সামনে পলাশবাড়ী সড়কস্থ প্রেসক্লাব গাইবান্ধায় প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে স্থানীয় সাংবাদিকদের সাথে নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময়কালে এসব কথা বলেন। এসময় দলের অন্যদের বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আজিজ প্রমুখ। ডা. ইউনুস আলী সরকার আরো বলেন, তিনি নির্বাচনী এলাকায় তফসীল ঘোষণার অনেক আগে থেকেই গণসংযোগ সহ প্রচার প্রচারণা শুরু করেন। তিনি পলাশবাড়ী-সাদুল্যাপুরের সাধারণ মানুষদের স্বত:স্ফুর্ত উপস্থিতিতে তাঁর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ দুইটি উপজেলার প্রতিটি এলাকায় তিনি চষে বেড়াচ্ছেন। এই অবস্থায় নৌকার বিরুদ্ধে কোন ধরণের অপ্রচার সাধারণ মানুষ মেনে না। বর্তমান সরকারের দৃশ্যমান উন্নয়নের সুফল ভোগ করায় সাধারণ মানুষ আজ নৌকার পক্ষে অবস্থান নিয়েছেন। তা দেখে অপশক্তির দল নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন । এসময় প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সহ সভাপতি এরশাদ আলম পূর্ণ,হারুনার রশিদ,ফিরোজ কবির জীবন,তপন চন্দ্র দাস,রেজাউল করিমসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নির্বাচনের আগে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা গেলে ওই আসনে নির্বাচন স্থগিত রাখা হয়। পূনঃ তফসীল অনুযায়ী আগামীকাল বুধবার ওই আসনের মনোনয়নপত্র দাখিলের শেষদিন। ইতিমধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ রয়েছে। নতুন প্রার্থীর অংশ গ্রহণের সুযোগ রয়েছে।