
শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারদেশের ন্যায় গাইবান্ধায়ও শিক্ষাবর্ষের ২০১৯ সালের বই উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা শিক্ষা অফিসের উদ্যোগে আজ ১ জানুয়ারী মঙ্গলবার গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বই বিতরণের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নবনির্বাচিত সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি।
অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু প্রমুখ।
এছাড়া প্রাথমিক পর্যায়ে গাইবান্ধা সরকারি কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হোসেন আলী।
জেলা শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এবার জেলায় মাধ্যমিক স্তরে ৪৭ লাখ ৫৭ হাজার ৮শ’ ২৭ কপি বই বিতরণ করা হচ্ছে। এরমধ্যে ইবতেদায়ী ৭৮ হাজার ৩৯৯, মাধ্যমিক ২ লাখ ১২ হাজার ১৮৫, দাখিল ৫৫ হাজার ৩৬৯, এসএসসি ভোকেশনাল ৭ হাজার ৬৫ এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল ৮ হাজার ৭৯৫ জন ছাত্রের জন্য মোট ৪৭ লাখ ৫৭ হাজার ৮শ’ ২৭ কপি বই করা হচ্ছে।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, এ বছর ১ম শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ২০ লাখ ৮৮ হাজার ৬শ’ ২৭টি বই বিতরণ করা হবে। এরমধ্যে প্রাথমিক বিদ্যালয় ১ হাজার ৪৬৩টি এবং বেসরকারিভাবে পরিচালিত ১ হাজার ৭৫৪টি বিদ্যালয়ে এসব বই বিতরণ করা হবে।