গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সোমবার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শিল্পকলা একাডেমির উদ্যোগে শিশুদের মধ্যে কবিতা আবৃত্তি, রবীন্দ্র সংগীত নির্ভর নাচ ও গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সহ-সভাপতি শাহ মশিউর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সংগঠনের সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, অমিতাভ দাশ হিমুন, শিরিন আকতার প্রমুখ। পরে একাডেমির শিল্পীরা ‘তোমারি সুরে জাগিবে প্রাণ’ অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে।