
দেশে দ্বি-দলীয় বৃত্তের বাইরে জনগন ঐক্যবদ্ধ হতে শুরু করেছে- আর বেশী দিন নেই, জনগণ জাগবেই, গাইবান্ধা ২ আসনের কাস্তে প্রতীকের প্রার্থী মিহির ঘোষের সমর্থনে ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় নির্বাচন হবে উৎসবে। জনগণ উৎসবের আমেজে ভোট দিবে। কিন্তু দুই দলের পাল্টাপাল্টি অপরাজনীতিতে জনগণ হতাশ। আগামী ৩০ ডিসেম্বর ভোট হবে কি হবে না শেষ মুহুর্তেও এই শংকা কাটছে না । তিনি বলেন, এই শংকা নিয়েও জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাস্তে প্রতিকে ভোট দিতে হবে। যত বাধা বিপত্তি আসুক না কেন এই আসনের জনগণ নিশ্চয়ই কাস্তে প্রতিককেই ভোট দিয়ে বিজয়ী করবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ২ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও ৮টি বাম রাজনৈতিক দলের সমন্বয়ে বাম গণতান্ত্রিক জোটের প্রার্থী মিহির ঘোষের শেষ নির্বাচনী জনসভা শহরের স্বাধীনতার বিজয়স্তম্ভে অনুষ্ঠিত হয়।
জনসভায় কাস্তে প্রতিকের প্রার্থী মিহির ঘোষ বলেন, গাইবান্ধা ২ আসনে এবারের নির্বাচনে জনগণ শুধু প্রতিক দেখে নয়, প্রার্থী বিবেচনা করেই ভোট দিবেন। তিনি তার নির্বাচনি অঙ্গিকার অনুযায়ি বলেন, গাইবান্ধায় ইপিজেড গড়ে তুলে বেকারদের জন্য কর্মসংস্থানের সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন। কৃষি বিশ্বদ্যিালয় প্রতিষ্ঠার উদ্যোগ,সকল বন্ধ ট্রেন-রেল ষ্টেশন ফেরীঘাট চালু, সকল কাঁচা সড়ক পাকাকরণ, কামারজানী-গিাদারী নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ, দারিয়াপুর বন্দরকে পৌরসভায় উন্নীতকরণসহ ১৩ দফা অঙ্গিকারনামা পুরণে নির্বাচিত হলে সর্বাধিক গুরুত্ব দিবেন।
তিনি বলেন, সাড়ে তিনদশক ধরে এই গাইবান্ধার মানুষ তাকে চেনে, জনগণের পাশে থেকে জীবনের সর্বোচ্চ সময় ব্যয় করেছেন। নানা সততার পরীক্ষা দিয়ে তিনি গরীব মেহনতী মানুষের পাশে আছেন। মানুষ নিশ্চয় তার কাজের মূল্যায়ন করবেন। তিনি আর বলেন, মানুষ পরিবর্তন চায়, এই আসনের নতুন ৩৮ হাজার ভোটার এবার শুধু প্রতীক দেখে নয় প্রার্থীও বিবেচনা করবেন।
জেলা বাম গণতান্ত্রিক জোটের সম্বয়ক বাসদ মার্কসবাদীর জেলা আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহিন রহমান, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অভিনু কিবরিয়া ইসলাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল প্রমূখ।
জনসভায় আহসানুল হাবীব তার বক্তেব্যে বলেন, দুই দলের অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করে আগামি ৩০ ডিসেম্বর কাস্তে প্রতিককেই জয়ী করবেন। তিনি বলেন, এই প্রতিক বামজোটের প্রতিক, এই প্রতিক শান্তির প্রতিক এই প্রতিক জয়ী হলে গরীব মেহনতী মানুষের জয় হবে।