
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ সুগার মিলের সাহেবগঞ্জ আখ খামারে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক বিঘা জমির আখ পুড়ে গেছে। এই আখের খামারগুলো রংপুর চিনিকলের আওতাধীন। মহিমাগঞ্জস্থ রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
আজ ২৩ ডিসেম্বর রবিবার বিকালে সাহেবগঞ্জ খামারের চারা বটগাছ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চিনিকল কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, হঠাৎ করে আখের জমিতে আগুন দেখা যায়।তৎক্ষণাত খবর পেয়ে গাইবান্ধা, গেবিন্দগঞ্জ, সোনাতলা ও ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে শতাধিক বিঘা জমির আখ পুড়ে গেছে।
মহিমাগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন জানান, আগুনে শতাধিক বিঘা জমির আখ পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। তবে কেন ও কীভাবে আগুনে আখ পুড়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।