
গাইবান্ধা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আজ শনিবার সকালে গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পৃথক দুটি স্থানে একাত্তরের স্বাধীনতা বিরোধী চক্রকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্জন ও তাদের ভোট না দেওয়ার জন্য এলাকার জনসাধারণকে অনুরোধ জানানো হয় ।এছাড়াও জনসাধারণকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ভোট দানের জন্য গান ও নাটকের আয়োজন করে।
অনুষ্ঠানে অংশ হিসেবে আজ শনিবার নাটকে অংশ নেয় সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্যরা।
একাত্তরের দালাল নামক নাটকটি রচনা ও নির্দেশনায় ছিলেন জাহাঙ্গীর আলম।
সংগীত পরিবেশন করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও স্পন্দন শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব ফারুকশিয়ার চিনু।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাট্যকর্মী আলমগীর কবির বাদল শিশু সংগঠক সাংস্কৃতিক কর্মী সাংবাদিক উত্তম সরকার প্রমূখ।ব্যাপক সংখ্যক জনসমক্ষে অনুষ্ঠানটি সবার কাছে সমাদৃত হয়।