গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০১৭ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা ইউনিটের আয়োজনে ডিআরআর ওয়াশ প্রজেক্ট ও সুইস রেড ক্রস পার্টনারশীপ গাইবান্ধার সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে। পরে গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান সরকার আতার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম, পৌর মেয়র এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজা, ডিআরআর ওয়াশ প্রজেক্ট ম্যানেজার গোলাম মোস্তফা, সাংবাদিক সরকার মোঃ শহিদুজ্জামান প্রমুখ। এসময় জেলা রেড ক্রস ও রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ অন্যান্যরা উপস্থিত ছিলেন।