
নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার মেয়র সাদেকুর রহমানকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। জামাল নামে এক নসিমনচালককে বেদম মারধরের অভিযোগে সোমবার গভীর রাতে গোয়ালদির নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গত শনিবার সোনারগাঁও পৌরসভার লোক ও কারুশিল্প যাদুঘরের সামনে নসিমনচালক জামালকে ব্যাপক মারধর করেন মেয়র সাদেকুর রহমান। সেই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যায়। শুরু হয় সমালোচনা। জামালের গাড়িতে থাকা বাঁশ মেয়রের গাড়িতে ঘষা লাগে। এই অভিযোগে গাড়ি থেকে নেমে তিনি নসিমনচালককে লাথি মারতে থাকেন এবং একাধিকবার লাঠি দিয়ে মাথায় আঘাত করেন।