
আজ ১৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল হতে আকাশে মেঘলা পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঝড় তিব্র শীতেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট প্রার্থনা করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৭, ৮,৯ নং ইউনিয়নের বিভিন্ন গ্রামে হাট বাজারের গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর) আসনের মহাজোট মনোনীত আওয়ামীলীগের দলীয় প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকারের গণসংযোগ ও উঠান বৈঠক করছেন।
নৌকা প্রতিকের মহাজোট মনোনীত আওয়ামীলীগের প্রার্থী ডাঃ মোঃ ইউনুস আলী সরকার এমপিসহ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,মনোনয়ন প্রত্যাশী ডাঃ রওশন আজাদ, সহ সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা,মতলুবর রহমান নান্নু, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন,যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম ভোট বাবু, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম,উপজেলা যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত,উপজেলা যুবলীগ নেতা রেজাউল লালু, কেন্দ্রীয় ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক আজিজ, জাতীয় শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
গণসংযোগের সময় সর্বস্তরের জনসাধারণ কে আগামী ৩০ ডিসেম্বর ভোটের দিন নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের স্বাধীনতার পক্ষের মানুষকে ঐক্যবদ্ধ হওযার জন্য আহবান জানানো হয়।