খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নর-সুন্দর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন করা হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৮টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ৩টি পদে ভোটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়। রোববার দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই ৩টি পদ যথাক্রমে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন, সভাপতি পদে নারায়ন চন্দ্র শীল, সহ-সভাপতি প্রশান্ত চন্দ্র শীল, সাধারণ সম্পাদক রমেন চন্দ্র শীল, সহ-সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র শীল, সাংগঠনিক সম্পাদক সুকুমার চন্দ্র শীল, কোষাধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র শীল, প্রচার সম্পাদক সুকুমার চন্দ্র, ধর্মীয় সম্পাদক নিখিল চন্দ্র, কার্যকরী সদস্য মুক্তার চন্দ্র শীল, সদস্য রঞ্জন চন্দ্র ও মনেন চন্দ্র শীল। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন, অত্র সংগঠনের উপদেষ্টা সুরুজ হক লিটন। এছাড়াও সংগঠনের সদস্য সুধীর চন্দ্র শীল ও সতীশ চন্দ্র শীল নির্বাচনের দায়িত্ব পালন করেন।