1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-০৩ নির্বাচনী আসনে বিএনপি’র প্রার্থী মনোনয়ন পেতে প্রচার-প্রচারনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন অ্যাড. নিয়ন ৫ দফা দাবীতে গাইবান্ধায় জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল মওলানা ভাসানী সেতু পরিদর্শনে পরিকল্পনা সচিব মোস্তাফিজুর রহমান পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবীতে পলাশবাড়ীতে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল পলাশবাড়ীতে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল গোবিন্দগঞ্জে জাতীয় গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ পলাশবাড়ীতে সার ডিলার মা এন্টারপ্রাইজকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা যাত্রা শুরু করলো পলাশবাড়ী উপজেলা প্রেসক্লাব, আংশিক কমিটি ঘোষণা গাইবান্ধায় দুর্গোৎসবের প্রতিমায় শেষ আঁচড় দিচ্ছেন শিল্পীরা পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে গাইবান্ধা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময়

মেসির হাফ-সেঞ্চুরির দিন সহজ জয় বার্সেলোনার : জিতেছে রিয়ালও

  • আপডেট হয়েছে : রবিবার, ৭ মে, ২০১৭
  • ২২ বার পড়া হয়েছে

চলতি মৌসুমে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন বার্সেলোনার সুপারস্টার লিওনেল মেসি। তার জোড়া গোলে গতরাতে স্প্যানিশ ফুটবল লিগে বার্সেলোনা ৪-১ গোলে হারিয়েছে ভিয়ারিয়ালকে। অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ ৪-০ গোলে হারিয়েছে গ্রানাডাকে। এতে ৩৬ ম্যাচ শেষে গোল গড়ে এগিয়ে থেকে ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সেলোনা। চিরপ্রতিন্দ্বন্দি বার্সার মত ৮৪ পয়েন্ট রয়েছে রিয়াল মাদ্রিদের। তবে এক ম্যাচ কম খেলেছে তারা।
নিজেদের মাঠে ফেভারিট হিসেবেই খেলতে নামে বার্সেলোনা। শুরুটা ভালোভাবে করে তারা। বলের নিয়ন্ত্রণ নিজেদের আয়ত্বে নিয়ে ভিয়ারিয়ালকে চাপে ফেলে দেয় বার্সা। সেই সুবাদে ২১ মিনিটে গোল আদায় করে নেয় স্বাগতিকরা। সতীর্থ উরুগুয়ের লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের গোলবারে শট নিয়েছিলেন মেসি, কিন্তু গোলবারে প্রবেশ না করে ফিরে আসে। ফিরতি বলে ডান-পায়ের শটে গোল করেন নেইমার।
এই গোলের রেশ কাটতে না কাটতেই ম্যাচে সমতা আনে ভিয়ারিয়াল। পুরো মৌসুমজুড়ে দুর্দান্ত ফুটবল খেলা ফ্রান্সের স্ট্রাইকার সেডরিক বাকাম্বু বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে গোল আদায় করেন নেন। মৌসুমে তার ১১তম গোলে ম্যাচে সমতা পায় ভিয়ারিয়াল।
গোল হজম করে বেকাদায় পড়ে যায় বার্সেলোনা। তাই আবারো লিড নেয়ার জন্য অস্থির হয়ে উঠে তারা। কিন্তু ভাগ্য তাদের পক্ষে কথা বলছিল না। অবশেষে প্রথমার্ধের ইনজুরি সময়ে সার্জিয়ো বুসকাটসের সহায়তায় গোল করে মেসি। দলকে সমতায় ফেরানোর পাশাপাশি চলমান মৌসুমে গোলের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মেসি। তবে লা-লীগায় ৩৪তম গোল ছিলো এটি। এই গোলে ২-১ গোলের লিড নিয়ে ম্যাচের বিরতিতে যায় বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে খেলতে নেমেও আক্রমনাত্মক ছিলো বার্সেলোনা। তাই ৬৯ মিনিটে সুয়ারেজের সহায়তায় তৃতীয় গোল পেয়ে যায় বার্সা। এতে বার্সেলোনার জয় অনেকাংশেই নিশ্চিত হয়ে যায়। আর ৮২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে ৪-১ ব্যবধানে জয়ের স্বাদ দেন মেসি।
তবে ম্যাচ শেষে নেইমারের প্রশংসা করে বার্সেলোনা কোচ লুইস এনরিকে বলেন, ‘আজ নেইমার দুর্দান্ত ফুটবল খেলেছে। তার ড্রিবলিং, পাস ও গোল বানিয়ে দেয়ার কাজগুলো চোখে পড়ার মত। এজন্য আমার ও ফুটবলপ্রেমিদের প্রশংসা সে পাবেই। দুর্দান্ত ফুটবলশৈলির জন্য তাকে ধন্যবাদ।’
মেসির হাফ-সেঞ্চুরি ও বার্সেলোনার জয়ের রাতে নিশ্চিন্তেই জিতেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে হলেও, রিয়ালকে দেখা গেছে তাদের মতই। তবে ম্যাচ শুরুর আগে এমনটা ভাবা কঠিনই ছিলো। কারণ একাদশের বেশিরভাগ খেলোয়াড়ই বাইরে ছিলো। একাদশের বাইরে ছিলেন গোলরক্ষক কাইলর নাভাস, দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো, করিম বেনজামা, মার্সেলো ও টনি ক্রুস।
রির্জাভ বেঞ্চকে ঝালিয়ে দেখতেই এমন সিদ্বান্ত নেন রিয়ালের ফরাসির কোচ জিনেদিন জিদান। লড়াই শুরুর আগে কেন এমন সিদ্বান্ত জিদান নিয়েছিলেন ম্যাচ শেষে সেটি তুলে ধরেন জিদান, ‘রিজার্ভ বেঞ্চকে ঝালিয়ে নেয়াটা প্রয়োজন ছিলো। আগের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগে বড় ধকল গেছে দলের সেরা তারকাদের। তাই তাদের বিশ্রামের প্রয়োজন ছিলো। আমাদের রিজার্ভ বেঞ্চ বুঝিয়ে দিয়েছে, তারা কতটা শক্তিশালী। মৌসুমের শেষদিকে রিজার্ভ বেঞ্চের এমন পারফরমেন্স সত্যিই প্রশংসার দাবী রাখে।’
দলের রিজার্ভ বেঞ্চের প্রশংসা তো করবেনই দলের কোচ জিদান। কারণ গ্রানাডাকে ম্যাচের প্রথমার্ধেই গুড়িয়ে দেয় রিয়াল। ঐ অর্ধেই গ্রানাডার জালে চার গোল দিয়ে বসে তারা। শেষ পর্যন্ত ঐ স্কোরেই ম্যাচ ছাড়ে রিয়াল।
ম্যাচের ৩ ও ১১ মিনিটে গোল করেন হামেস রড্রিগেজ। এই দুই গোলের পরও দমে যায়নি রিয়াল। গোলের জন্য ক্ষুধার্ত ছিলো তারা। তাই আক্রমণের ধারে প্রতিপক্ষের রক্ষণদূর্গ ভেঙ্গে ফেলার মিশন অব্যাহত রাখে রিয়াল।
তাই ৩০ ও ৩৫ মিনিটে জোড় গোল করেন আলভারো মোরাতা। এতে ৪-০ গোলে লিড নিয়ে ম্যাচ জয় নিশ্চিত করে ফেলে রিয়াল। পরের অর্ধে ভাগ্যের সহায়তা না থাকা ও নিজেদের ছোট ছোট ভুলে গোলের ব্যবধান বাড়াতে পারেনি রিয়াল।সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft