
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আগামীকাল মুখোমুখি হবে আবাহনী-মোহামেডান। লিগের অষ্টম রাউন্ডে দেখা হচ্ছে দু’দলের। সুপার লিগ নিশ্চিত করতে ও চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে এগিয়ে যেতে ম্যাচটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। লিগে এখন পর্যন্ত সাত ম্যাচে সমান পাঁচ জয়ে ১০ পয়েন্ট করে ঝুলিতে রয়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বির। বিকেএসপি’র চার নম্বর মাঠে আগামীকাল সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি।
ঘরোয়া ক্রিকেটের যেকোন আসরে আবাহনী-মোহামেডান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আমেজ। চিরচেনা এ দৃশ্য অবশ্য কয়েকবছর ধরেই আর দেখা যায় না। হারিয়ে গেছে সেই উৎসব-উৎসব ভাবও।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এবার দলে নেই জাতীয় দল তারকারা। সব মিলিয়ে মাঠের লড়াই কতটা জমবে সেটিও নিয়েও প্রশ্ন থাকছে। বাস্তবতা স্বীকার করলেন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজনও, ‘ছোটবেলা থেকে দেখে এসেছি আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। যদিও গত কয়েকবছর ধরেই সেই উত্তেজনটা আর নেই। আমরা যখন খেলেছি তখন ২৫-৩০ হাজার দর্শকের সামনে খেলতে হয়েছে। এখন তেমনটা হয় না। ম্যাচটি বিকেএসপিতে। কত লোক যাবে সেটাও বড় কথা।’
আগের সেই আবেগ, উত্তাপ-উৎকণ্ঠা না থাকলেও পয়েন্ট টেবিলের সমীকরণই জমিয়ে তুলতে পারে এবারের দ্বৈরথ। এমন ইঙ্গিত দিলেন মোহামেডানের নিয়মিত পারফর্মার তাইজুল ইসলাম। তিনি বলেন, ‘আগের সেই উত্তেজনা না থাকলেও এখনও আবাহনী-মোহামেডান ম্যাচ অবশ্যই বড় লড়াই। মোহামেডানের সমান পয়েন্ট আমাদের। যে দলই জিতবে তারা কিন্তু এগিয়ে যাবে। সেদিক থেকে বলব, কাল বেশ ভাল একটা ম্যাচ হবে। জয় পাওয়াই আমাদের লক্ষ্য।’
জয়ের জন্য মরিয়া হয়ে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনীও। তবে এই ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা নেই আকাশী-নীলদের কোচ খালেদ মাহমুদের, ‘আবাহনী মোহামেডান ম্যাচ লিগের অনেক বড় একটা ম্যাচ। গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আমরা দু’টি ম্যাচ হেরে গেছি। এখন প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আলাদা কোন পরিকল্পনা নেই। আমরা যেভাবে খেলি, বেসিকগুলো ঠিক রাখা। আমরা যদি এগুলো ঠিক রাখি তাহলে জয় পাওয়া কঠিন হবে না।’
একইদিনে বিকেএসপি’র তিন নম্বর মাঠে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব খেলবে চলতি আসরে এখন অবধি জয়ের মুখ না দেখা ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে পয়েন্ট টেবিলের সাত নম্বরে নেমে যাওয়া লিজেন্ডস অব রূপগঞ্জ খেলবে শেষ রাউন্ডে একমাত্র জয় পাওয়া খেলাঘর সমাজকল্যাণ সমিতির সঙ্গে। সূত্রঃ বাসস