
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা ৫ সাঘাটা ফুলছড়ি আসনে মহাজোট মনোনীত আওয়ামীলীগের দলীয় প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেছেন, ঐক্যফ্রন্ট মূলত বিএনপির দল। বিএনপি এখন এতিমের দল। এই দলটি এখন ড. কামাল হোসেনের উপর ভর করেছে।
আজ শুক্রবার বিকেলে গাইবান্ধার সাঘাটা উপজেলায় মুক্তিনগর ইউনিয়নের মুক্তিনগর এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে যখন উন্নয়নের জোড়ায় সৃষ্টি হয়েছে ঠিক তখনি এই অপশক্তির দল নানা ষরযন্ত্র করছে উন্নয়নে ধারাকে ব্যহত করতে। কিন্তু অপশক্তিরদল যতই ষরযন্ত করুক এর জবাব বাংলার জনগণ তা ভোটের মাধ্যমে নৌকা বিজয়ে মধ্য দিয়ে।
এ উঠান বৈঠকে এ সময় আরও উপস্থিত ছিলেন, সাঘাটা উপজেলার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, সাধারণ সম্পাদক বাবু মিয়া, প্রচার সম্পাদক মোকলেছুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হিরু, বাবলু মন্ডল প্রমুখ।
ফজলে রাব্বী বলেন, ‘ড. কামালকে দেখে বিএনপির নেতাকর্মীরা বর্তমানে দল থেকে দূরে আছেন।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের উন্নয়নের জোয়ার দেখে বিএনপি দিশেহারা হয়ে গেছে।’
বিএনপি নেতাকর্মীদের হয়রানির বিষয়ে ডেপুটি স্পিকার বলেন, ‘তাদের অভিযোগ সত্য নয়। তাদের অভিযোগ পাগলের প্রলাপ।’বিগত দিনের সন্ত্রাসী ও নাশকতা কর্মকান্ডের ফলে তাদের গ্রেফতার করা হলেও তারা সর্বদা মিথ্যাচার করছেন। আইনশৃংখলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।