
গাইবান্ধা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক সেবন করা কালিন হাতে নাতে মাদক সেবীকে গ্রেফতার করেছে।
আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবা রাত্রি অনুমানিক ১ টা ৪০ মিনিটের সময় গাইবান্ধা ডিবি পুলিশের একটি টিম গাইবান্ধা পৌরসভাধীন সুখনগর বাজার এলাকায় নেশা জাতীয় মাদক দ্রব্য সেবন করা অবস্থায় ১। রাশেদ খান (২২) কে পুলিশ আইনের ৩৪ ধারা মতে আটক করে।
মাদক সেবনরত অবস্থায় গ্রেফতারকৃত রাশেদ খান (২২) পলাশবাড়ী উপজেলার শাহাপাড়া গ্রামের ময়নুল শেখের ছেলে।
এখবর নিশ্চিত করে ডিবি ওসি মজিবুর রহমান পিপিএম জানান,পরবর্তী আসামী রাশেদ খান কে পুলিশ আইনের ৩৪ ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।