
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে একটি র্যালী স্বাধীনতা প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পন শেষে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভায় মিলিত হয় ।
অতিরিক্ত জেলা প্রশাসকের এ বিএম সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মাহমুদুল হক শাহাজাদা,সাবেক ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক,জেলা সিভিল সার্জন আব্দুস শুকুর,অতিরিক্ত পুলিশ সুপার রাহাত, জেলা কৃষি অধিদপ্তের উপপরিচালক রুহুল আমিন প্রমুখ।