
গাইবান্ধার ঐতিহ্যবাহী সংগঠন ‘গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার ১০৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আজ বুধবার পাঁচদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। সংগঠন প্রাঙ্গণে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির শুরু করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম সাদিকুর রহমান। পরে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।
কর্মসূচির প্রথম দিন শিশুদের নৃত্য ও আবৃত্তি প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চন্ডালিকা’ মঞ্চস্থ করা হয়। আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচিতে আলোচনা, নাটক, আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে বলে সংস্থার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন জানান।