
“ডিজিটাল বাংলাদেশের প্রতিফলন প্রবৃদ্ধিতে উন্নয়ন ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় আজ বুধবার গাইবান্ধার পলাশবাড়ীতে ডিজিটাল বাংলাদেশ দিবস ২০১৮ পালিত হয়।
দিবসটি পালন উপলক্ষে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর আকতার বানু শিফন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা শহিদুল ইসলাম আকন্দ ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।