
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নের শক্তিপুর থেকে ১ শত পিস ইয়াবা এবং ১৩৬ পুরিয়া গাজা সহ একাধিক মাদক মামলার আসামী একরামুল হক (৩৯)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল ১১ ডিসেম্বর রাত অনুমানিক সাড়ে ৯ টার সময় এসআই মমিরুল হক ও হাফিজ এর নেতৃত্বে ১টি টিম কোচাশহর ইউপির শক্তিপুর এলাকা হতে একাধিক মাদক মামলার আসামি একরামুল হক(৩৯) কে ১শত পিস ইয়াবা এবং ১৩৬ পুরিয়া গাজা সহ আটক করে।
ইয়াবা ও গাঁজা সহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি একরামুল হক(৩৯) গোবিন্দগঞ্জ উপজেলার শক্তিপুর গ্রামের মৃত আঃ ছাত্তার ছেলে।
এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ এ কে এম মেহেদী হাসান জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ি একরামুলের বিরুদ্ধে আরো ২টি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় আরো ১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।