
প্রতীক বরাদ্দ পেয়েই গাইবান্ধায় নির্বাচনী মাঠে প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন মহাজোট সমর্থিত ও আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি ও তার কর্মী-সমর্থকরা। দীর্ঘদিন পর সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়ায় অনেকটা উৎসব মুখর পরিবেশে দলীয় নেতা-কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন প্রচারণায়। প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের চুড়ান্ত পর্ব শুরু হয়েছে গতকাল সোমবার থেকে। প্রতীক পাওয়ার পরেই প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারনায় নেমেও পড়েছেন। গতকাল প্রতিক বরাদ্দ পাওয়ার পর দুপুরেই মহাজোট প্রার্থীর পক্ষে নৌকা প্রতীক নিয়ে বিশাল দলীয় নেতা-কর্মীরা আনন্দ শোভাযাত্রা বের করেন। এছাড়া ধানের শীষ ও কাস্তে মার্কার সমর্থনেও দলীয় কর্মী-সমর্থকদেরও শোভাযাত্রা বের করতে দেখা যায়।
আজ ১১ ডিসেম্বর মঙ্গলবার সকালে গাইবান্ধা-২ (সদর) আসনে মহাজোট সমর্থিত ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহাবুব আরা বেগম গিনি পৌরসভার বিভিন্ন এলাকাসহ ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ধানঘড়া এলাকায় বাড়ি বাড়ি যেয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন। এছাড়াও ডিসি অফিস সংলগ্ন এলাকায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে তিনি গনসংযোগ করেন এবং নৌকার জন্য ভোট প্রার্থনা করেন। বিকেলে মাহাবুব আরা বেগম গিনি পৌরসভার মুন্সিপাড়ায় গণসংযোগে করেন। এসময় পৌর মেয়র এ্যাড. শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, কাউন্সিলর কামাল হোসেনসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার সাথে ছিলেন।
উল্লেখ্য, গতকাল ১০ ডিসেম্বর সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের দলীয় প্রতীক ছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের দেয়া হয়েছে নির্বাচন কমিশন মনোনীত প্রতীক। প্রতিক পাওয়ার পর হতে প্রার্থীরা চালাচ্ছে জোড়ালো প্রচার প্রচারণা।