
মোস্তফা মিয়া,পীরগঞ্জ( রংপুর)
একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রংপুরের পীরগঞ্জে প্রতিদন্ধি প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারনা শুরু হয়েছে । আনুষ্ঠানিক এ প্রচারনার প্রথম দিন রংপুর জেলা বিএনপির সভাপতি ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাইফুল ইসলাম তার প্রতিক ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারনা শুরু করেছেন । প্রচারের প্রথম দিন তিনি উপজেলার রায়পুর ইউনিয়নে নির্বাচনী অফিস উদ্ভোধন ও বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন । উক্ত ইউনিয়নের কানঞ্চগাড়ী, মহদীপুর, শীবপুর, বাহাদুরপুর, ফলির বিল, ওমরপুর, চান্দের বাজার সহ বিভিন্ন গ্রামে তিনি গণসংযোগ করেন ।গণসংযোগকালে সাধারন মানুষের সঙ্গে মত বিনিময়কালে তিনি পীরগঞ্জের উন্নয়ন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান । পরে সন্ধার পুর্বে তিনি পীরগঞ্জর বাজার চত্তরে এক পথ সভা করেন । এ সব কর্মসুচীতে উপজেলা ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।