
গাইবান্ধা জেলা পলাশবাড়ী থানা জামে মসজিদের পেশ ইমামের মোটরসাইকেল চুরি।।থানার সিসি ক্যামেরায় চোর সনাক্তের চেষ্টা অব্যাহত আছে। চোর কে ধরিয়ে দিতে পোষ্টটি বেশী বেশী শেয়ার করুন।
চোরে না শোনে ধর্মের কাহিনী, এরার চোর চুড়ি করেছে পলাশবাড়ী থানা জামে মসজিদের পেশ ইমাম ইমাম মোস্তাফিজার রহমান রাজা হুজুরের মোটরসাইকেল।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার বাদ যোহর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে।
প্রত্যক্ষদর্শীরা জানান বাদ যোহর মসজিদের ওযু খানার সামনে মোটরসাইকেল রেখে ইমাম সাহেব যোহরের নামাজ আদায় করতে মসজিদে ঢুকলে মোটরসাইকেলটি চুরি হয়।অনেক খোঁজাখুঁজির পর ও মোটরসাইকেলটির সন্ধান মেলেনি।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সি জানান সিসি ক্যামেরায় চুরির দৃশ্য ধারন করা হয়েছে। চোর সনাক্তের জন্য গনযোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মিডিয়ায় চোরের ছবি দিয়ে সনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি সাধারন ডায়েরি করা হয়েছে।
ছবির এই ব্যাক্তিকে কেউ চিনলে ধরিয়ে দিন।সে একজন মটর সাইকেল চোর।সংবাদ দাতাকে পুরস্কৃত করা হবে এবং সন্ধান দাতার পরিচয় গোপন রাখা হবে ।যোগাযোগ করুন পলাশবাড়ী থানার ওসির সাথে ।মোবাইলঃ০১৭১৩৩৭৩৮৯৫। ওসি তদন্ত মোবাইল নং -০১৭৬৯৬৯২১২৬। ডিউটি অফিসার ০১৭৬৯৬৯২১৩৩ নাম্বারে।