
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আজ ১০ ডিসেম্বর সোমবার প্রতীক বরাদ্দের পর পরই গাইবান্ধা জেলা শহরে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের পক্ষে পৃথক পৃথক আনন্দ মিছিল বের করা হয়। আনন্দ মিছিলে দলীয় প্রতীক বহণ করে স্বতঃস্ফূর্ত জনগণ।
গাইবান্ধা-২ (সদর) আসনে মহাজোট প্রার্থী জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি নৌকা প্রতিক পাওয়ার পর তার মহাজোটের দলীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকেরা শহরের বিভিন্ন সড়কে বিশাল আনন্দ মিছিল করে।
এরপর বিএনপি প্রার্থী আব্দুর রশিদ সরকারের ধানের শীষ মার্কার পক্ষেও আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দের পর জেলা শহরের আনন্দ মিছিলের নগরীতে পরিণত হয়।