
বগুড়া শহরের বনানী এলাকায় তুচ্ছ ঘটনায় হৃদয় নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। রোববার দুপুরে এই ঘটনার পর আহত যুবককে ঢাকায় নেয়ার পথে রাতে তিনি মারা যান। তার বাড়ি বনানী সুলতানগঞ্জ এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী সংবাদ মাধ্যম কে জানান, রোববার দুপুর দেড়টার দিকে সরকারি শাহ সুলতান কলেজের সামনে ৩/৪ জন যুবক আচমকা হৃদয়কে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শারীরিক অবস্থার অবণতি হলে হৃদয়কে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পথে রওনা হয়েছিলেন স্বজনরা। কিন্তু পথেই মারা যান তিনি।
ধুমপানকে কেন্দ্র করে এলাকার সিনিয়র-জুনিয়রদের বাকতিণ্ডা থেকে এই ঘটনা ঘটেছে-প্রাথমিকভাবে এমনটাই নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কী না, তা এখনো নিশ্চিত হতে পারে নি পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য রাতেই এক যুবক আটক করা হয়েছে বলেও জানিয়েছেন সনাতন চক্রবর্তী।