
গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে আজ ৯ ডিসেম্বর রবিবার গাইবান্ধা জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শহরের ডিবি রোডে মানববন্ধন শেষে স্থানীয় ‘উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট’ মিলনায়তনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আব্দুল হক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম সাদিকুর রহমান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন রংপুর কার্যালয়ের পরিচালক মো. জাহাঙ্গীর আলম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরকার, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, সাংবাদিক কেএম রেজাউল হক, গোবিন্দলাল দাস, সরকার মো. শহিদুজ্জামান, শিরিন আকতার প্রমুখ।
বক্তারা সকল ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।