
রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ‘দৈনিক ৭১ ডট কম’ নামের একটি অনলাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদককে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
আজ ৯ ডিসেম্বরের বেলা সোয়া ১১ টায় র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব দাবি করেছে, দীর্ঘদিন যাবৎ শেখ রিয়াদ মুহাম্মদ নুর তার নিজের ফেসবুক আইডিসহ আরও তিনটি পেজ ‘একাত্তরের শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার’, ‘দৈনিক একাত্তর নাগরিক বাতায়ন’ ও ‘একাত্তরের শহীদ-যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবার’ এবং অনলাইন পোর্টাল ‘দৈনিক ৭১ ডট কম’-এর মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিভ্রান্তিমূলক তথ্যসহ পোস্ট করে আসছিলেন।
র্যাব দাবি করে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর একটি আভিযানিক দল রাজধানীর রমনা থানা এলাকার সেগুনবাগিচায় অভিযান চালিয়ে শেখ রিয়াদ মুহাম্মদ নুরকে (৩৯) তার নিজ বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি মোবাইল ফোন জব্দ করে এবং মোবাইলটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিভ্রান্তিমূলক তথ্য সমৃদ্ধ পোস্ট, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও ব্যাঙ্গাত্মক প্রপাগান্ডা ও প্রচারণা চালানোসহ রাষ্ট্রবিরোধী মিথ্যা ও বানোয়াট পোস্ট প্রচারণার প্রমাণ পাওয়া যায়।