
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ৫শত গ্রাম হেরোইন সহ মাদক পাচার চক্রের ১ নারী সদস্য কে গ্রেফতার করেছে।
৮ ডিসেম্বর বিকেল অনুমানিক সাড়ে ৪ ঘটিকার সময় হিলি এলাকার হেরোইন সরবরাহকারী দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বড়গলি মেলার বাগান এলাকার ইউসুফ আলীর ছেলে সাজু(৩৬) নিকট হতে ৫ শত গ্রাম হিরোইন নিয়ে বাস যোগে হেরোইন পাচার চক্রের নারী সদস্য আসামি পারভীন (৩৮) বগুড়া যাবার পথে গোপন সংবাদের ভিত্তিতে এস আই মমিরুল হকের নেতৃত্বে একটি টিম কাটাবাড়ী ইউপির সাহেব বাজার মোড়ে পায়রা নামক মিনিবাস হতে নেমে যাবার পথে আসামি পারভীন কে এসব হেরোইন সহ আটক করে। আসামি পারভীন মুলত হেরোইন চক্রের সরবরাহকারী হিসাবে কাজ করে থাকে ।
হিরোইনসহ গ্রেফতারকৃত নারী সদস্য পারভীন (৩৮) গোবিন্দগঞ্জ উপজেলার বর্ধনকুটি গ্রামের মৃত মছির মছির উদ্দিনের স্ত্রী।
এখবর নিশ্চিত করে কে এম মেহেদী হাসান জানান,উদ্ধার কৃত হেরোইনের মূল্য ২৫ লক্ষ টাকা।এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এ ব্যপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।